নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড (ধানমন্ডি) কান্সিলর রফিকুল ইসলাম বাবলার পুত্র নাভেদ ইসলাম ওরফে তোতলা নাভেদের স্ত্রী তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারন ডায়েরী করেন। বিষয়টি আমলে নিয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. সাব্বির আলম সরেজমিনে প্রাথমিক তদন্ত করে নির্যাতন ও উত্তক্ত করার সত্যতা পান। তিনি ঢাকা মহানগর মূখ্য হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার দপ্তরে তদন্তের জন্য আবেদন করেন। আদালতের আদেশের প্রেক্ষিতে ফের তদন্তের পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম আলী মিয়া মামলা লিপিবদ্ধ করে আদালতে গ্রেফতারী পরোয়ানা চান। সম্প্রতি আদালতে হাজির হয়ে জামিনে নিয়ে সে আরও বেপরোয়া হয়ে উঠে।
সূত্র জানায়, এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন নাভেদ। তার চার স্ত্রীর নাম রেনুমা, লামিয়া, ফারজানা ইয়াসমিন এবং রাহেলা লিজা। নাভেদ ইসলাম বিশাল বহু বিবাহকে ব্যবসায়িক পথ হিসেবে বেছে নিয়েছেন। সাধারনত মেয়েদের প্রথমে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতার দাপটে বিয়ে করেন। পরে মেয়েদের পরিবারের কাছ থেকে যৌতুক দাবী করে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে মেয়ের বাড়ীর সকলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চাপ দিতে থাকে। তাছাড়া কাউন্সিলর বাবলার পুরো পরিবার মিলে মেয়েদেও উপর অত্যাধিক পরিমানে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একই পন্থায় সে ও তার পরিবার বহু মেয়ের জীবন নষ্ট করেছে। এত কিছুর পরও সম্প্রতি সে রাহেলা লিজা নামের একটি মেয়েকে বিয়ে করেছে।
সাবেক স্ত্রী তাসনীম লামিয়া বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। তিনি বলেন, নাভেদ নিয়মিত তাকে শারীরিক ও মানসিক নির্যাতন, ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। তাছাড়া নাভেদ একজন মাদকাসক্ত ব্যক্তি। টাকার জন্য তিনি করতে পারেন না এমন কোন কাজ নেই। একই সাথে তার বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply