টাঙ্গাইল প্রতিনিধিঃ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) উপজেলার শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে নভেম্বর মাস পর্যন্ত।
এ সময় বক্তব্য রাখেন জুবদিল খান, সুমন মিয়া, শামীম আল মামুন, এলি আক্তার, আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
আগামী ২২ থেকে ২৬ নভেম্বর ২৩ ও ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবে। আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply