নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগন্জের সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান, বিপিএম-বার বলেছেন- সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে চাই, সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সর্বাত্মক সহযোহিতা পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে পারবো।
রবিবার (২২ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সবার জন্য আমার দরজা খোলা। আমার কোন পুলিশ সদস্য যদি মাদক কিংবা কোন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, আসুন সবাই মিলে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলি। সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। পুলিশের পাশে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অপরাধীরা কোথাও ঠাই পাবে না।
পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply