আনোয়ার হোসেন তরফদার : ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়ন পরিষদের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রচারণা চালাচ্ছেন মনিরুজ্জামান মামুন । আগামী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে এখনো অনেক সময় বাকী আছে। কিন্তু এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন এই ছাত্র নেতা।
ভালুকা উপজেলা ছাত্র লীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক হিসেবে রাজনীতিতে প্রবেশ। পরবর্তীতে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তার সঠিক নেতৃত্বের কারনে এখনো ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন এই ছাত্র নেতা। এ বছর করোনা কালীন সময়ে তিনি অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন নিজের সাধ্যমত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন নিজেকে। তার প্রত্যাশা সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চান। রাজনৈতিক জীবনে গরীব দুঃখী মানুষের পাশে থেকে অসহায় মানুষের সেবা করে চলেছেন সবসময়। এছাড়াও গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ করে আসছেন। মাদক বাল্য বিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর নামে পরিচিত তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাজৈ ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে এবং যুবসমাজের কাছে প্রিয় নাম মামুন। দানশীলতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সবসময় সাধারণ মানুষের পাশে থাকায় অত্র ইউনিয়নের সাধারণ মানুষ তাকে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় রাজৈ ইউনিয়নের আপামর জনগণ।
মনিরুজ্জামান মামুন বলেন আমার ইউনিয়নের মানুষ যদি চায় আমি আমার সকল কিছু দিয়ে তাদের পাশে থেকে সেবা করবো ইনশাআল্লাহ ।তাদের এই চাওয়া পূরনের জন্য এবং তাদের সেবা করার জন্য আমি চেয়ারম্যান হিসেবে আগামী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি অত্র ইউনিয়নের সাধারণ মানুষের উপর পূর্ণ আস্হা রেখে শুধু এটুকুই বলব এতগুলো মানুষের চাওয়া কখনো মিথ্যা হতে পারেনা। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply