মাহমুদুল হাসান,যশোর : যশোরে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে জাতীর সূর্য সন্তানদের প্রতি জেলা পুলিশের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।সোমবার(১৪ডিসেম্বর) সকাল ৭ঘটিকায় সূর্য সন্তানদের স্মরনে সদর থানা ধীন রায়পাড়া শংকুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করেছেন।যশোর জেলা পুলিশের পক্ষ হতে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন সন্মানিত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।অতিঃ পুলিশ সুপার(অপরাধ) সালাউদ্দিন শিকদার. মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম(জেলা বিশেষ শাখা), অতিঃপুলিশ সুপার জামাল আল নাসের,পুলিশ সুপার খ সার্কেল সহ পুলিশের অন্যান পদস্থ কর্মকর্তা। উল্লেখ্য ১৯৭১ সালের ১৪ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর-আলশামস দেশকে মেধা শূন্য করতে দেশের বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যাক্তিদের নির্মমভাবে হত্যা করে।সে থেকে এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালিত হয়।সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় যশোরেও এ দিবস টি পালিত হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply