মোঃইব্রাহিম বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধিঃ ” নান্দনিক বাঘাইছড়ির জন্য আমরা ” এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি,২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অত্যন্ত সুন্দর ভাবে বাস্তবায়ন হয়েছে।
(১৭ ডিসেম্বর ) বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় হৃদয়ে বাঘাইছড়ি অস্থায়ী কার্যালয়ের উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে বাঘাইছড়ি উপদেষ্টা, জনাব মোঃ সিরাজুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন জয়া দে ও মোঃ রাকিবুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বাবু সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম,মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সম্মনিত সভাপতি দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার ।আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও হৃদয়ে বাঘাইছড়ির সদস্য এবং অভিভাবক গন।
এ সময় হৃদয়ে বাঘাইছড়ির পক্ষ থেকে অতিথিদের মধ্যে তাদের সম্মাননার্থে সম্মাননা ক্রেস্ট ও হৃদয়ে বাঘাইছড়ির র্টিশাট তুলে দেওয়া হয়।এবং উক্ত সংঠনের সক্রিয় সদস্যদের সামাজিক কাজে অনুপ্রানিত করার জন্য সম্মাননা দেওয়া এবং প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের পক্ষথেকে বক্তব্য রাখেন বাঘাইছড়ি ইউনিট, খাগড়াছড়ি ইউনিট,রাঙ্গামাটি ইউনিট, চট্টগ্রাম ইউনিট,ঢাকা ইউনিটের প্রতিনিধিগন, সময়ে স্বল্পতার কারণে সংঠনের দায়িত্বশীল ভাইদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে না পারায় সংঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সমৃদ্ধি কামনায় নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কর্মসূচির মধ্যে ছিল –এক দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ,বিনামূল্যে রক্ত নিন্ময় ,বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল।সকল আগত অতিথি ও সদস্যদের জন্য আপ্যায়নের ব্যবস্থা।
১০০ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, সকল সদস্যদের প্রতিষ্ঠা বার্ষিক টি-শার্ট প্রদান করা হয়।সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল সংঠনের প্রতিনিধি ভাইদেরকে উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের সহযোগিতা করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply