টাঙ্গাইল প্রতিনিধিঃ বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৯ ডিসেম্বর চিঠিটি ইস্যু করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইউপি সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টু মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে এবং তদন্তে তার সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী বলেন, স্থানীয় তদন্তে গাবসারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টু মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ সত্যতা প্রমাণিত হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply