মোঃমনিরুজ্জামান চৌধুরী নড়াইল জেলা প্রতিনিধিঃ ট্রাক্টর জমি চাষ করার কাজে ব্যবহার করার জন্য সরকার এগুলোর লাইসেন্স মওকুফ করেছে। আর এ সুযোগে বিভিন্ন লোকজন এগুলো কিনে পিছনে বগি লাগিয়ে ইট ভাটার মাটি টানার কাজে ব্যাবহার করছে। ৩চাকার নছিমন, ৫ চাকার অবৈধ ট্রলি একই কাজে ব্যাবহার করছে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারন এই যানবাহনগুলো।
এই ৩ বাহন যারা চালাক তাদের কোন লাইসেন্স লাগেনা, ১১/১২ বছরের কিশোর ছেলেরা এগুলোর চালক।
নড়াইল জেলার বিভিন্ন অঞ্চল(নড়াইল সদর, লোহাগড়া, নড়াগাতী) সহ সকল জেলা-উপজেলার রাস্তা ঘাট এদের দখলে, দাপিয়ে বেড়াচ্ছে জেলার সমস্ত রাস্তা দিয়ে, পাকা রাস্তা গুলো এর বড় চাকার প্রেসারে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। কাঁচা রাস্তা গুলোতে ধুলোয় অন্ধকার হয়ে য়ায়, রাস্তারপাশের বাড়িঘর গুলোতে যারা বসবাস করছে তাদের খুবই কষ্ট হচ্ছে। জেলার বহু বাজারের ব্যবসায়ীরা ধুলাবালীতে অনেক সমস্যায় পরছে।
করনোনাকালীন এই দুঃসময়ে ধুলা বালীতে শিশু, আবাল, বৃদ্ধ সকলেই বিভিন্ন প্রকার এলার্জি, ঠান্ডা কাশি, শ্বাসকষ্ট, বায়ু দূষনে করোনার ভয়াবহতা বাড়তে পারে, সেই সাথে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ট্রাক্টরের পিছনের বগিতে নাই কোন সিগনাল তাই বোঝা যায় না ট্রাক্টর কোন দিকে মোড় নিচ্ছে। সাধারণ মানুষ এদের কাছে জিম্মি।
নড়াইলবাসীর প্রসাশন, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতি আহবান এগুোলের বিরুদ্ধে জনকল্যানে প্রয়োজনীয় ব্যাবস্থা নিন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply