টাঙ্গাইল প্রতিনিধিঃ (দুসস নিউজ)
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভা নির্বাচন শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীসহ ১৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ রোববার পুলিশ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে এই মামলা দায়ের করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মির্জাপুর পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের আম্মাতুন্নেছা কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোট গণনা শেষে টেবিল ল্যাম্প মার্কার কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় ফল প্রত্যাখ্যান করে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থী মিন্টু মিয়া এবং সাজু মিয়ার সমর্থকরা কেন্দ্রের কাছাকাছি রাস্তায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়। পরে ব্যালটবাক্স এবং অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে ব্যারিকেড সরাতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা ওসির গাড়িও ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply