মনিরুল ইসলাম কুমিল্লাঃ
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় জাঁকজমক ভাবে পালন করা হবে। কুমিল্লা সিটিতে কোথায় কারো ব্যক্তিগত পোষ্টার, ব্যানার বা বিলবোর্ড থাকবে না, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ উপলক্ষে সব জায়গায় শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোষ্টার ব্যানার বা বিলবোর্ড হবে। এতে আর কারো ছবি থাকবে না। এমন কি আমার ছবিও না। কুমিল্লা সিটি কর্পোরেশন যেন ১০ মার্চ এর আগেই কুমিল্লা সিটির এসব পোষ্টার ব্যানার অপসারণ করে। কুমিল্লা সিটিতে প্রায় ৩ হাজার বঙ্গবন্ধুর একই সাইজের প্রতিকৃতি লাগানো হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মীর শওকত হোসেনসহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমপি বাহারা আরো বলেন, কুমিল্লা মহানগর আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ উপস্থিত থাকার কথা রয়েছে। দিনটি উপলক্ষ্যে পুরো কুমিল্লায় আলোকসজ্জা করা হবে। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মূল আয়োজনে উপস্থিত থাকবেন কুমিল্লাবাসী।
মহানগর আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকালে দলীয় কার্যলয়ের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ । সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে সকালে নগর শিশু উদ্যানে বঙ্গবন্ধু মূর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। মিলাদ ও দোয়া মাহফিল। এতিম ও দুঃস্থ মানুষের মাঝে মিষ্টি বিতরণ। বিকেলে সাড়ে ৪ টা থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মূল আয়োজনে থাকবে কেক কাটা, আতশবাজি প্রদর্শনী , সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নগরীর রামঘাটলাস্থ আওয়ামী লীগের কার্যালয়সহ নগরীর প্রধান প্রধান ভবন ও সড়কে করা হবে আলোকসজ্জা।
এবিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘ বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আমরা অনেকে অনেক কিছু হতাম না। আমার মতো অনেকেরই বঙ্গবন্ধুর আরেক জন্মশত বার্ষিকী দেখার সুযোগ মিলবে না। তাই আমরা বঙ্গবন্ধুর শততম জন্মশত বার্ষিকী আয়োজনের সবোচ্চটা করতে চাই। মুজিববর্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে।’
উল্লেখ্য, আগামী মঙ্গলবার ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ দিনটি সামনে রেখে ইতিমধ্যে গত বছরের ১৭ মার্চ থেকে চলতি ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার।
১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবে গোটা দেশ। করোনা সংকটের কারণে ইতোপূর্বে গৃহীত নানা আয়োজনে পরিবর্তন আনা হলেও কুমিল্লায় হাজী বাহার এমপির পরিকল্পনায় উদযাপিত নানা কর্মসূচি ইতিমধ্যে দেশব্যাপি সমাদৃত হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply