এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু ও পপৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে জেলার কালিহাতী উপজেলার ভাবলা গ্রাম ও নাগরপুর উপজেলার শ্রীবড়টিয়া এলাকায় পানিতে ডুবে দুইজন মারা যায়।এদিকে বুধবার রাতে মির্জাপুর সাটিয়াচড়া ও পাঁচগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়।
পানিতে ডুবে মারা যাওয়া দুজন হলেো– ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী এলাকার আলমের ছেলে সোহান (১০) এবং জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া এলাকার আয়েন আলীর ছেলে সোহেল (৭)।
সড়কে নিহতরা হলো– মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামের আক্রাম হোসেনের ছেলে এসএম আরিফ হোসেন ভুলু, একই উপজেলার সাটিয়াচড়া গ্রামের মাজম আলীর ছেলে মোন্তাজ মিয়া এবং বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মইজ উদ্দিনের স্ত্রী ফুল খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলার ভাবলা গ্রামের একটি পুকুর সোহান গোসল করতে নেমে ডুবে যায়। পরে ডুবুরি দল গিয়ে তার লাশটি উদ্ধার করে। এছাড়া, নাগরপুর উপজেলার শ্রীবড়টিয়া এলাকায় খেলা করতে গিয়ে সোহেল পুকুরে পড়ে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘সোহান কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ডুবে যাওয়ার খবর পেয়ে ডুবুরি দল গিয়ে তার লাশটি উদ্ধার করে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে নাগরপুরে সোহেল নামের আরও এক শিশুর মৃত্যু হয়।’
এদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় আরিফ ও মোন্তাজ রাস্তা পার হওয়ার সময় মুরগিভর্তি ঢাকাগামী একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে রেফার করা হয়। সেখানে রাত দেড়টার দিকে তাদের মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, বুধবার সন্ধ্যায় ফুল খাতুন মেয়ের বাড়িতে যাওয়ার পথে গোড়াই-সখীপুর সড়কের পাঁচগাও এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মির্জাপুর থানার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply