মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লুর্থারান হেলথ কেয়ারে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ১৭ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত এ দুটি হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসারত অবস্হায় ভর্তি আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৮৫ রোগীর মধ্যে অনেকেরই অভিযোগ ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না, ডাক্তার ও নার্সদের খামখেয়ালির কারনে রোগীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রোগী সোহরাব ফরাজীর ( ৬০ ) ছেলে সুমন ফরাজী বলেন তার বাবার জন্য বাহির থেকে স্যালাইন এনে নার্সদের না পেয়ে বাহির থেকে লোক এনে ১১ হাজার স্যালাইন পুশ করেছেন। বেডের অভাবে রোগীরা ফ্লোরে অবস্থান করছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুঠোফোনে জানান , স্যালাইন সংকট আছে, তবে উপজেলা প্রশাসন থেকে ১লক্ষ টাকা জরুরি বরাদ্দ পেয়েছেন, আগামী কাল হয়ত স্যালাইন পাবেন।
অপরদিকে লুর্থারান হেলথ কেয়ারে কর্তব্যরত ডাঃ অমিতাভ জানান, ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে তাদের পর্যাপ্ত স্যালাইন রয়েছে। এদিকে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির মৃধাসহ তার পরিবারের ৬ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লুথারানে চিকিৎসা রত অবস্থায় আছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply