মাহমুদুল হাসান, যশোর
যশোর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)এর অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ছয় জন সদস্য গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ হতে ১০টি চোরাই মোটর সাইকেল, ১জোড়া হ্যান্ডকাপ ও তালা খোলার ৬টি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। শনিবার ১৭ই এপ্রিল যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিং এ আটক ও উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার কৃতরা হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন শংকরপুর গ্রামের জব্বার আলীর ছেলে মোঃ ইয়ারআলী (৩২), যশোর জেলার শার্শা থানাধীন কাজীরবেড় গ্রামের আমিন হোসেনের ছেলে মোঃতহিদুল ইসলাম (৩১), একই জেলার ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের সলেমানের ছেলে মোঃ নাজমুল ইসলাম(২১) ফরিদপুর জেলার কতোয়ালী থানাধীন মৃগা দক্ষিন পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সজল মোল্লা(২৭), একই থানা জেলাধীন কৃষ্ণনগর গ্রামের খালেকের ছেলে জাকির হোসেন (৩১) ও বাহাদুপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা।
প্রেস বিঙ্গপ্তি সুত্রে জানা যায়, গত ১২ই এপ্রিল ২১ সালের শার্শা থানার মামলা নং-২২ এর সুত্র ধরে মামলাটির দায়িত্ব ভার যায় জেলা গোয়েন্দা পুলিশের উপর।গত ১৬ এপ্রিল যশোরের পুলিশ পরিদর্শক(নিঃ) রুপন কুমার সরকার পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তায় কতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার এজহার ভূক্ত আসামী তহিদুল ও ইয়ার আলী কে শহরের হামিদপুর এলাকা হতে আটক করেন। পরবর্ততীতে তাদের স্বীকারোক্তি মতে শার্শা,ঝিকরগাছা সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বাকীদের গ্রেফতার সহ ১০টি মটর সাইকেল উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যাবহৃত ছয়টি মোবাইল সেট জব্দ করেন পুলিশ সদস্যরা।আ
আসামীরা সঙ্গবদ্ধ ভাবে দেশের বিভিন্ন জেলায় মটরসাইকেল চুরি করে আসছিলো বলে আরো জানা যায়। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর পূর্বে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে আরো জানা যায়।এ ঘটনায় যশোর কতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply