নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইল জেলা প্রশাসকের দেওয়া সুরক্ষা সামগ্রী নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এর পক্ষ থেকে লোহাগড়ায় জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম এর নেতৃত্বে সংগঠনের সদস্য সাংবাদিক মো গেলাম কিবরিয়া, জহুরুল হক মিলু, এসএম মিলন,নিসরাপ সদস্য ও শ্রমিক নিতা মো মিন্টূ শেখ কে সঙ্গে নিয়ে লোহাগড়া গুচ্ছ গ্রামের শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান এবং জার্ম ক্লিন হ্যান্ড রাব বিতরণ করা হয়। এ সমায়ে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন এর হাত দিয়ে কিছু মাস্ক,সাবান ও সেনিটাইজার বিতরণ করা হয়।
পরে খলিশা খালি গ্রামে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়,এসমায়ে নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান, সংগঠনের সদস্য সাংবাদিক মো গেলাম কিবরিয়া, জহুরুল হক মিলু, এসএম মিলন,কালিয়া নড়াগাতি থেকে আগত দুইজন গণমাধ্যম কর্মী করিম স্বপন এবং মো বাবলু মল্লিক এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া সংগঠনের পক্ষথেকে জেলার কালিয়া উপজেলা এবং নড়াগাতি থানা কমিটিকে কিছু করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার সকাল এগারটায় নড়াগাতি থেকে আগত দুইজন গণমাধ্যম কর্মী করিম স্বপন এবং মো বাবলু মল্লিক এবং মনির চৌধুরীর মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন নিসরাপ সদস্য গোলাম কিবরিয়া,জহুরুল হক মিলু প্রমুখ।
নিসরাপ এর পক্ষথেকে জেলা প্রশাসক নড়াইল মোহাম্মাদ হাবিবুর রহমান কে,তিনি বিভিন্নি সংগঠনকে এ ধরনের মহত কাজ করার সুযোগ দিয়ে পাশে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কুতঞ্জতা জানাই। আশা করছি যথাযত বিতরণ নিশ্চিত করতে পেরেছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply