টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বৈশ্বিক মহামারিতে দেশে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব ও তিন দফা লকডাউনে কর্মহীন শ্রমজীবি মানুষের কষ্টের কথা বিবেচনা করে অসহায় ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৯ মে রোববার দুপুরে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে মধ্যে মধ্যে মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ট্যাগ অফিসার পল্লী উন্নায়ন কর্মকর্তা এআরডিও শামছুল হুদা সহ সকল ইউপি সদস্যবৃন্দ। যথাযথ স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই এ কার্যক্রম চালানো হয়।
,এ সময় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫ শত নারী-পুরুষের মধ্যে প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে মোট ২ লাখ ৫০হাজার টাকা বিতরণ করা হয়।
ঈদের পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উপস্থিত সুবিধিভোগীরা খুসি। প্রধান মন্ত্রীর উপহার প্রাপ্ত রহিমা বেগম নামের একজন উপকার ভোগী জানান, ” করোনাকালিন এই সময়ে সরকারি সহযোগিতা পেয়ে আমরা খুবই আনন্দিত। আল্লাহ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হায়াত দার করুক।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply