বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়ির আলোচিত ইউপি সদস্য সমর বিকাশ চাকমা হত্যা মামলার আসামি রুপায়ন চাকমাকে গ্রেপ্তারের ঘটনায় বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় আজ (১৬ জুন) আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত গ্রুপ)।
জানা যায় রুপায়ন চাকমা ইউপিডিএফের মূল গ্রুপের সদস্য। সাজেকের মাচালং বাজার এলাকা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টায় তাকে আটক করা হয়। রুপায়ন চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাজেক ইউপি শাখার সাধারণ সম্পাদক এল্টু চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কালোবরণ চাকমা স্বাক্ষরিত ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবরোধের ডাক দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় সড়ক ও নৌপথ অবরোধ করে ১৬ জুন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল কর্মসূচি পালন করা হবে।
অবরোধ কর্মসূচি আধাবেলা সঠিক ভাবে পালন হলেও এক পর্যায় বিশৃঙ্খলায় রূপ নেয়, জানা যায় বাঘাইছড়ি -দীঘিনালা সড়কের ৯ কিঃ মিঃ নামক স্হানে আজ দুপুর ১২:০০ ঘটিকার পরপরই ঔষুধ কোম্পানিতে কর্মরত দুই চাকরিজীবী বিনয় চাকমা (২৮)ও পাবেল চাকমা, বাঘাইছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে ইউপিডিএফ ( মুল) এর পিসিপি ছেলেরা গাড়ীর গতিরোধ করে লাঠি দিয়ে গাড়ীতে আঘাত করে,এতে গাড়ীর সামনের গ্লাস ভেঙে যায়, তৈলের টাংকি বাঁকা হয় এবং পিছনের লাইট ভেঙ্গে যায়। পরে গাড়ীর মালিক বিনয় চাকমা ঐ অবস্থায় গাড়ী চালিয়ে দুইটিলা ক্যাম্পে যায় এবং ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে গাড়ী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply