মাহমুদুল হাসান,যশোর :: যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত হয়ে কামরুজ্জামান তুহিন (৪৫) নামে এক ইউপি সচিব মারা গেছেন। সে উপজেলার চন্ডিপুর গ্রামের শেখ জয়নুদ্দীনের ছেলে ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সচিব। বুধবার ( ১৬ জুন ) সকাল দশটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই শেখ সাহান জানান, ১৫ দিন আগে হঠাৎ করে কামরুজ্জামান তুহিনের জ্বর আসে। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি। জ্বর নিয়ন্ত্রণে না আসায় গত এক সপ্তাহ আগে যশোর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করান। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।এরপর তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার প্রচুর শ্বাসকষ্ট শুরু হলে তার শ্যালক রফিকুল ইসলাম তাকে ঝিনাইদহে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়। চন্ডিপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিহত সচিবের দাফন করা হবে বলে আরো জানান তিনি। বাঘারপাড়ার জহুরপুর ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) আমিন উদ্দীন সচিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টি ইউএও স্যার আমাকে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, কামরুজ্জামান তুহিনের (ইউপি সচিব ) অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য বাঘারপাড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট পাঁচজন। আর বর্তমানে আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply