টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় জেলায় ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৯৯। এ পর্যন্ত মারা গেছেন ১১৮ জন।
জুন মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি
টাঙ্গাইলে করোনাভাইরাসে মোট আক্রান্তের ৩৭ দশমিক ১ শতাংশ আক্রান্ত হয়েছে গত জুন মাসে। আক্রান্ত হয়ে মোট মৃত্যুর ২৯ দশমিক ৫৬ শতাংশ হয়েছে জুন মাসে। এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন বলে আরএমও শফিকুল ইসলাম জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৩১ মে পর্যন্ত ১৪ মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৬ জন। জুন মাসে আক্রান্ত মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ১২ থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের হার ছিল ৩২ শতাংশের ওপরে। জুন মাসে ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত হয়ে ১৪ মাসে ১১৮ জন মারা গেছেন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে গত জুন মাসে।
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply