আনোয়ার হোসেন তরফদার ভালুকা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও সকাল থেকে রাত্র ৮ টা পর্যন্ত ভালুকা উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন।
এদিকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুরপাল্লার কোনো যানবাহন না থাকায় জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষেরা ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, সিএনজি, প্রাইভেটকার ও এ্যাম্বুলেন্সে করে গন্তব্যে যেতে দেখা গেছে। তাছাড়া লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে লোক সমাগম কিছুটা বেড়েছে। মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়িয়েছে ভ্যান, রিকশা ও সিএনজি। লকডাউন আর সড়কে গণপরিবহন না থাকার কারণে চালকরা ইচ্ছে মতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেছেন।
যাত্রীদের অভিযোগ, মহাসড়কে গণপরিবহন না থাকায় এবং লকডাউন ইস্যুতে সিএনজি-রিকশা চালকেরা বেপোরোয়া হয়ে উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুন বেশি আদায় করছে।
ময়মনসিংহের যাত্রী খোকা বলেন, সড়কে কোনো যানবাহন না থাকায় এই সিএনজি করে ১৫০ টাকা ভাড়ায় ময়মনসিংহে যেতে হচ্ছে। জরুরী প্রয়োজন কি আর করা, বাধ্য হয়েই চালকের দাবি মানতে হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন জানান, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ৬০জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply