মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি, পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে পায়রা সেতু ব্রিজের দক্ষিন পার্শস্থ ঢালের পশ্চিম দিকের মাদবার বাড়ী থেকে ইউনুচ ডিলার বাড়ি পর্যন্ত প্রায় ৩কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল দশা। রাস্তাটি দুই পাশে শত শত বাড়িঘর, ২১নং পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফ বাড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যান ট্রাষ্ট পথকলি বিদ্যালয়, সহকারি কমিউনিটি সেন্টার, লেবুখালী পুরান বাজার পাগলারমোরসহ প্রায় সহশ্রাধিক দোকানপাট রয়েছে। দীর্ঘ ৭বছর পর্যন্ত রাস্তাটি দিয়ে জনগণ চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে।
ভোগান্তির স্বীকার হচ্ছে লেবুখালী হাবিবুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভুক্তভোগী এলাকার জনসাধারন। সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম জানান, রাস্তাটির বেহাল দশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা প্রায়ই ধুলাবালী কর্দমক্ত অবস্থায় শ্রেণিকক্ষে প্রবেশ করে। অতিদ্রুত রাস্তাটির সংস্কারের প্রয়োজন।
অন্যদিকে ২১ নং লেুবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সাথে আলাপকালে তিনি জানান কোমলমতী শিক্ষার্থীরা অতিকষ্ট করে বিদ্যালয়ে আসছে। ভুক্তভোগী মকবুল শরীফ, মিজানুর রহমান ও আলাম বলেন রাস্তাটির বেহাল দশার কারণে গর্ভবতী মায়েদের বরিশাল পটুয়খালী মহা সড়কে হেটে এসে এ্যাম্বুলেন্স যোগে দুমকি উপজেলা হাসপাতাল, পটুয়াখালী, বরিশাল মেডিকেলে নিয়ে যেতে হয়।
এ বিষয়ে লেবুখালী ইউপি চেয়ারম্যান শাহ-আলম আকন বলেন, রাস্তাটি ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সহযোগীতায় তাদের কর্মকর্তাদের মাধ্যমে রাস্তাটির প্রাক্কলন করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply