মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল’র আয়োজনে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরনবিধি প্রতিপালন’ শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুমকি প্রেসক্লাব’র একাংশের আয়োজনে আজ শুক্রবার সকাল ১০টায় এনজিও লূথ্যারান হেল্থ কেয়ারের কনফারেন্স রুমে বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকরা এতে অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহাদাৎ হোসেন মাসুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসাবে প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও দুমকি উপজেলা সভাপতি এম আমির হোসাইন অতিথি হিসাবে বক্তৃতা করেন। সভায় দুমকি প্রেসক্লাব’র একাংশের সভাপতি মোঃ জাকির হোসেন, সহ সভাপতি ম. মামুন খান ফারুকী, সাধারন সম্পাদক কে এম আনোয়ারুজ্জামান (চুন্নু), সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সহ সভাপতি মীর মোঃ জাকির হোসেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply