আনোয়ার হোসেন।নিজস্ব প্রতিনিধিঃ লালন সাঁইজির আখড়া বাড়ী থেকে। করোনা মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞায় টানা দুই বছরের পর লালন স্মরণে উৎসব ও লালন তিরোধান দিবসের গত ৪টি অনুষ্ঠানে লালন অনুসারী, ভক্ত আসতে না পারায় এবারের দৌল-উৎসব কে ঘিরে বাড়তি আনান্দ উন্মাদনা লক্ষ করা গিয়েছে লালন অনুসারী, ভক্ত দর্শনার্থীদের মাঝে।
মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্বিক বাণীর স্লোগানকে সামনে রেখে। দৌল পূর্ণিমা উপ লক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার গ্রামের লালন সাঁইজির আখড়া খানার বাড়ীতে তিন দিন ব্যাপী লালন স্মরণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই গ্রামের আখড়াবাড়িতে প্রতি বছরের চৈত্র দৌলপূর্নিমার রাতে বাউল দের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। এবারও সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় লালন একাডেমিতে লালন স্মরনে উৎসবের আয়োজন করেছেন। ইতিমধ্যে আধ্যাত্বিক গুরু ফকির লালন কে স্মরণ ও নিজেকে চিনে সোনার মানুষ হতে দেশ-বিদেশের হাজার হাজার হাজার লালন ভক্ত আর দর্শনার্থীরা এখন আখড়া বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে, আখড়াবাড়ীর চত্বরে কালী নদীর তীর মাঠে জমে উঠেছে লালন মেলা। উৎসব কে নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা টিভি, ওয়াচ টাওয়ার সহ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। লালন উৎসব শেষ হবে আগামী আজ ১৭ই মার্চ ২০২২ইং রাতে
গত মঙ্গলবার (১৫ই মার্চ) রাত ৮টা হতে লালন স্মরণে উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন । এন ডি সি
প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পী গণ প্রতিদিন লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করছে।
এউপলক্ষে লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। লালন একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply