আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়েছে। ২১ মে শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ভিত্তিপ্রস্তরটি উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা খায়রুন নেছা আফসারের নামে নতুন ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবীর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সেক্রেটারী সিদ্দিকুর রহমান মাস্টার, প্রকৌশলী মাসুদ পারভেজ প্রমূখ। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহান এন্টারপ্রাইজ এর সত্তাধীকারী মোঃ মুনজুরুল ইসলাম।
Leave a Reply