আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল -উলামা ভরাডোবা ইউনিয়ন শাখ।
মঙ্গলবার (১৪ জুন) বাদ আছর ভরাডোবা উচ্চ বিদ্যালয় মসজিদ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে ধর্মপ্রাণ মুসুল্লিরা নিপুণ শর্মা ও জিন্দাল এর ফাঁশির দাবীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
মিছিল পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাওলানা শহিদুল ইসলাম বক্তব্য রাখেন, মুফতি আতিকুল ইসলাম শেখ, হাফেজ মামুনুর রশীদ খান, আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হুসাইন, মুফতি সগীর আহমদ, মুফতি আরিফুর রহমান, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা আবূ সাঈদ শামছী, সঞ্চালনায় ছিলেন মাওলানা আশরাফুল আলম হাবিবী মিছিল টি ভরাডোবা হাইস্কুল মসজিদ থেকে শুরু হয়ে সীমা মিলের সামনে হয়ে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সবার মধ্যে শেষ হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply