নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোরের বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল এলাকা থেকে মালিক বিহীন একটি গ্রীন লাইন পরিবহন সিটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গ্রীন লাইন পরিবহনের বাস তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার ।
সকাল ৯টা৩০মিঃ দিকে যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্তের গ্রীন লাইন পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণর স্বর্ণের বার উদ্ধার করেন। এসব জব্দকৃত স্বর্ণের ১০ পিছ স্বর্ণের বার এসব স্বর্ণের বাজার মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০মি দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল পরিবহন বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহনের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার রয়েছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে বাসের সিটের নিচে তল্লাশী করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত নামে স্বর্ণ পাচারের মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply