আনোয়ার হোসেন। নিজস্ব প্রতিনিধিঃ ২৩ লাখ টাকাসহ বেনাপোল কাস্টমের রাজস্ব কর্মকর্তা আটক হওয়ার ঘটনায় অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন যশোর কার্যালয়। ইতিমধ্যে তারা অভিযুক্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তিনি টাকা আয়ের উৎস জানাতে পারেননি। যেকারণে বিষয়টি তদন্ত করে মামলার দিকে এগোচ্ছে দুদক।
দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক আল-আমিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম গত বুধবার বেনাপোল কাস্টমস হাউজে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন, গত ২৬ আগস্ট ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান যোগে যশোর থেকে ঢাকায় যাওরার সময় স্ক্যানিং করার সময় ২৩ লাখ টাকা পাওয়া যায়। দুদকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থের কোন আয়ের উৎস জানাতে ব্যর্থ হওয়ায় রাজস্ব কর্মকর্তার আইডি কার্ড, বোর্ডিং পাস কার্ড, জব্দকৃত টাকার নম্বরের তালিকা ও জবানবন্দি লিপিবদ্ধ করে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য বেনাপোল কাস্টম কমিশনারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক আল-আমিন জানান, অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন টাকা আয়ের উৎস্য জানাতে পারেনি। যেকারণে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। অভিযুক্ত কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ড সাময়িক বরখাস্ত করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply