নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর
ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি নারীকে ৩ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল বেলা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে দেন।
বিভন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের কে আটক করে জেলে পাঠায়। পরে আইনী সহয়তা দিয়ে ভারতীয় রেছকিউ ফাউন্ডেশন একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় । দির্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চায় তবে দেওয়া হবে বলে জানায় এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।
ফেরৎ আসা নারীরা হলেন, খুলনা জেলার হাজারীবাগ উপজেলার মহাকামপুর গ্রামের চম্পা আক্তার, রাবেয়া খাতুন,ঝারা খাতুন,প্রীতি বিশ্বাস, তুলি বিবি,কোহিনুর বেগম,আয়সা খাতুন, ফেরত আসা নারীদের আইনী সহয়তা দিতে ৪ জনকে জাস্টিস এন্ড কেয়ার ৩ জনকে রাইসট যশোর নামে মোট ২ টি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে। যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানায়,
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply