আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশোর
স্থানীয় লোকজন জানান, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের আড়িয়াল খালের পাড়ে মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি লাশ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানায়।
পরে তিনি পুলিশ ও বিজিবি খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মঙ্গলবার সকালে (১৩ সেপ্টেম্বর) লাশটি উদ্ধার করা হয়।
রঘুনাথপুর সীমান্ত বিজিবি ক্যাম্পের কমান্ডার জানায়, স্থানীয় কৃষক ও বাহাদুরপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেয়ে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নাই। মৃত ব্যক্তিটির বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর ।
নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, সীমান্ত এলাকার ভারত বাংলাদেশ নিকট এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পোর্ট থানার পুলিশ সহ বিজিবিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিটির সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান। যুবকের পরিচয় এখনও পাওয়া যাই নাই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply