নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর।
কোলকাতা খুলনা ভারত বাংলাদেশ রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রোস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ পন্য ভারতীয় ঔষধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।গতকাল বৃহস্পতিবার ১৫ (সেপ্টেম্বর) বিকেলে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পন্য ট্রেনে করে পাচার করে আনা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানায়, কলকাতা হতে আগত ৩৯ বন্ধন এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমান ভারতীয় পন্য পাচার করে আনা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
এই অভিযানে ভারতীয় সুরভী জর্দা, ক্লপ জি ফেস ক্রিম, ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাডী়, সিল্ক সুতা জব্দ করে। উক্ত আটককৃত পণ্য সমূহ বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply