নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোর
যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেটকারে ৫ হাজার পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল সহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় তাকে আটক করা হয়।
যশোরের বেনাপোল সীমান্তের কাগজ পুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেটকারে পাঁচ হাজার পিস ইয়াবা সহ সোহাগ হোসেন (৩৫) নামের এক মাদক পাচারকারী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য গন।
আটক সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেট এর একটি বড় চালান পাচার হচ্ছে। এ ধরনের সংবাদে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি এলিয়ন প্রাইভেট কার জব্দ করেন। প্রাইভেট কারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তারমধ্যে তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, চার কেজি গাঁজা সহ ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় সোহাগ হোসেন নামে একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply