আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্তো থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বালুন্ডা সড়ক থেকে ২০টি সোনার বারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক স্থানীয় বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। পরে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী বালুন্ডা সীমান্তো সড়কে অভিযান পরিচালনা করেন সন্দেহভাজন ওই ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগ সহ তাকে আটক করেন। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগে তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়। যাহার ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দ করা সোনার বারগুলোর গায়ে লেখা, সুইজারল্যান্ডের তৈয়ারী।২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানায়, পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply