মোঃ শাহীন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে ১৫ কোটি ৪৩ লাখ টাকার ১১২ পিছ (১৬.৫১০) স্বর্ণের বার ও একটি পিকআপ সহ দুই জন পাচারকারী আটক হয়েছে। ভারতে পাচারের উদ্দেশ্য আনা স্বর্ণের এ চালানটি বেনাপোলের আমড়াখালী নামক বিজিবি চেকপোষ্ট থেকে একটি পিকআপ ( ঢাকা মেট্রো -ন-১৯-৮৩৯০ ) থেকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলোঃ কুমিল্লা জেলার দাউদ কান্দি উপজেলার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ হোসেন (৩২)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকী এক প্রেস লিষ্টের মাধ্যেমে জানান, গোপন সংবাদের মাধ্যেমে জানতে পেরে বেনাপোল মুখী একটি পিকআপ আমড়াখালী চেকপোষ্টে তল্লাশি করা হয়। এ সময় ওই পিকআপ এর সামনে বক্সের মাধ্যেমে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় থাকা ১১২ পিছ স্বর্ণের বার উদ্ধার হয়। যার ওজন সাড়ে ১৬.৫১০ কেজি এবং পিকআপ সহ মোট মুল্য ১৫,৬৪,০৮,৫০০ টাকা।
স্বর্ণ চোরাচালানি মামলা দিয়ে স্বর্ণ ও আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply