বাসাইল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, ৯৬ এর আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবী বাস্তবায়ন ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ-সমাবেশ কর্মসুচী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারী) বেলা তিনটার দিকে দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেস্টা করলে পুলিশের বাধায় তা পন্ড হয়। পুলিশের বাধার বাধার কারনে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপত্বিতে এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, বিএনপির সদস্য সচিব নুরনবী আবু হায়াত নবু, পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু। বক্তারা ১০ দফা আন্দোলনের দাবি বাস্তবায়নে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত গণসমাবেশে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply