আনোয়ার হোসেন, নিজস্বপ্রতিনিধিঃ দুই জনের কাছ থেকে ছয় পিচ করে ১২, আরেক জনের কাছ থেকে আট পিচ মোট ২০ পিচ পাওয়া যায়। যাহার ওজন দুই কেজি ৩২০ গ্রাম। বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা।
বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২০ পিস সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার (২৯ মে) সকাল ৮টার সময় সোনার বারসহ তাদের আটক করা হয়।
আটককৃত ৩ বাংলাদেশি যাত্রী হলো, রনি আহম্মেদ (৪৪) পিতা-আমজেদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:- মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং:-ইবি০০৭৪৭৭৮), হাবিব (৩৭) পিতা-মোশারফ মিয়া, গ্রাম:-বানেশ্বরদী, থানা:-নগরকান্দা, ফরিদপুর (পাসপোর্ট নং-এ০১৩২৫৮২১) ও মহিউদ্দিন (৩৬) পিতা- শহিদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:-মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং-বি০০৮৩৩৫৭২)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী বলেন, জানতে পারি, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে। এরপর ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন তিন পাসপোর্টযাত্রী টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমেই তাদের কাছে সোনা আছে বলে স্বীকার করে। দুই জনের কাছে ছয় পিস করে ১২, আরেকজনের কাছ থেকে আট পিস পাওয়া যাই। যাহার ওজন দুই কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা। সোনাগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে জানান।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply