আনোয়ার হোসেন, প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বেগুন ক্ষেতে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০মিঃ দিকে বেনাপোল সীমান্তে বড় আঁচড়া গ্রামে বাড়ির পাশে বেগুন ক্ষেতে এ ঘটনাটি ঘটে। সে বড় আঁচড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতের বাবা আরিফ বলেন, বাড়ির পাশের বেগুন ক্ষেতে বিকট শব্দে বোমার আওয়াজ শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মুখমন্ডলসহ শরিরের বিভিন্ন স্থানে বোমার আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশংকামুক্ত রয়েছেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইঁয়া জানায়, বোমা বিস্ফোরণের খবর শুনেই বিস্ফোরণস্থল পরিদর্শন করি। এঘটনায় মুরাদ নামে এক কিশোর আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রাখেছে তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply