দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে আজ ৪টি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান নং -১ পটুয়াখালীতে কলেজের শিক্ষা উপকরণ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। পটুয়াখালীর ‘ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ’ এর আইসিটি বিভাগের জন্য অত্যন্ত নিম্নমানের বেঞ্চ সরবরাহ করে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক মোজাম্মিল হোসেনের নেতৃত্বে আজ (০৬-১১-২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম জানতে পারে, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ফিডকো ফার্নিচার কমপ্লেক্স থেকে ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের’ অধীন ৫৪টি হাই-লো বেঞ্চ পাঠানো হয়েছে, যার মূল্য ৬ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা, অর্থাৎ প্রতিটি বেঞ্চের গড় মূল্য ১১ হাজার ৫৬৭ টাকা। কিন্তু দুদক টিমের প্রাথমিক পর্যালোচনায় অত্যন্ত নিম্নমানের (বিভিন্ন স্থানে ফাটা, ঘুণে ধরা) বেঞ্চ সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে মর্মে প্রতীয়মান হয। টিম অভিযানকালে আরো জানতে পারে, উপর্যুক্ত প্রকল্পের অধীন দেশের ১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে। এ শিক্ষা উপকরণগুলো ক্রয়ের প্রক্রিয়া যাচাইপূর্বক বিশ্লেষণ করলে প্রাপ্ত অনিয়মের বিস্তারিত তথ্য উদঘাটিত মর্মে টিম অভিমত ব্যক্ত করে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে টিম।
অভিযান নং – ২, ৩ও৪ এছাড়াও ভূমি নামজারি বাবদ অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগে, বিদ্যালয় মেরামতে বরাদ্দকৃত টাকা ভুয়া বিল ভাউচার এর মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে এবং দলিল রেজিস্ট্রি বাবদ ঘুষ গ্রহণ ও গ্রাহক হয়রানির অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী এবং সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর হতে ৩টি পৃথক এনফোর্সমেন্ট অভিযান হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply