September 27, 2024, 1:21 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ নগরে মুঠোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন এক চিকিৎসক। ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ আট ২ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ভালুকায় বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ ভিনেগারের রূপকথা! সাবেক এমপি শামীম ওসমানের স্নেহভাজন আলীর বিএনপি নেতা হওয়ার খায়েশ। ধামাচাপা পড়ছে পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা ৭ বছরেও অস্ত্রের উৎস মেলেনি আওয়ামী লীগের আমলে দাপট খাটিয়ে চাকরি এখন আবার বি এনপি নেতা! হজযাত্রীর ছদ্মবেশে আর ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া বার্তা আরব সরকারের। নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ বিশ্বাস করত, তারা কেয়ামতের পরেও ক্ষমতায় থাকবে’ মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা অনেক অজানা তথ্য শতকরা ৮০ জন বিবাহিত পুরুষ নির্যাতিত, পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে মানববন্ধন। ভেঙ্গে দেয়া হলো বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি ছাত্রদল নেতা জাইদুলকে গুলি করে হত্যা রূপগঞ্জে দাফনের ৪৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে -হামদুল্লাহ আল মেহেদী লাল জুলাই থেকে কোনো নির্মমমৃত্যু দেখত চাই না -মোমিন মেহেদী প্রতারণা এবং মিথ্যে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন। পবিত্র ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে দুস্থ ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিসহ বিভিন্ন দাবিতে মহাসড়কে বিক্ষোভ তীব্র যানজটের সৃষ্টি। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারকে ২২৫ কোটি টাকা ঋণ দিয়েছিল সালমান এফ রহমানের সুপারিশে উপজেলার পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হলেন গুণী শিক্ষক আমিনুল ইসলাম পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায় অস্ত্রবাজ শাহজাহান ও তার বাহিনী প্রকাশ্যে মহড়া দেয়ায় জনমনে আতংক আরজিকর কাণ্ডে তীব্র ধিক্কার এবারে সাধুসন্তরা ও প্রতিবাদে সোচ্চার সাংবাদিক আবু সাইদ মিয়ার নামে মিথ্যা মামলা তোফাজ্জল হত্যার দায়ে ৬ শিক্ষার্থীর ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি। বায়তুল মোকাররমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে মারামারি। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ গতকাল বৃহস্পতিবার রাতভর গোলাগুলি। ঘূর্ণিঝড় বরিস ইতালির উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

ভিনেগারের রূপকথা!

ঋতম্ভরা বন্দোপাধ্যায়: ভিনেগার হলো একটি প্রাকৃতিক এস্টিন্জেন্ট যা ময়লা,তেল জঞ্জাল পরিষ্কার করতে সাহায্য করে। ভিনেগার ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের ছিদ্র সুক্ষ রেখা এবং বলিরেখা কমাতে সাহায্য করে। আখ থেকে তৈরি ভিনেগার প্রদাহ বিরুদ্ধ বৈশিষ্ট্য পুনরুদ্ধার করতে সাহায্য করে,ত্বকের pH ভারসাম্য বজায় রাখে। ভিনেগার একটি দ্বি-পদক্ষেপ গাঁজন পণ্য যেটা অ্যাসেটিক অ্যাসিড এবং জল কে একত্রিত করে। প্রচলিত সাদা ভিনেগারে 4-7 % অ্যাসিটিক অ্যাসিড এবং 93-96 % জল থাকে। এই স্ট্যান্ডার্ড ভিনেগার টি রান্না আচারের স্বাদ প্যাক হিসাবে ব্যবহার করে লাগান এতে ত্বক উজ্জ্বল হবে। ভিনেগার ও গোলাপ জল লাগালে ত্বক উষ্ক শুষ্ক ভাব কে কমায়। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড যেটি থাকে সেটি সংরক্ষণ করতেও সাহায্য করে খাবার কে। ভিনেগারে প্রচুর পরিমাণের গুনাগুন আছে যেটি জানলে আপনাদের ও উপকার হবে। ভিনেগারে যে অ্যাসেটিক অ্যাসিড থাকে সেটি উকুনের চেয়ে ও বিষাক্ত হয়। চুলের স্ক্যাল্পে পরিমাণ মতো করে আঙুলে করে নিয়ে ভিনেগার লাগিয়ে মালিশ করে নিন। ১০ মিনিট পর জল দিয়ে চুল ধুয়ে নিন নিয়ে শ্যাম্পু করে নিন। দু মাস অন্তর তিন দিন করে এভাবে চুল টা ও ভালো থাকবে। দু সপ্তাহে তিন দিন করে এভাবে করে যাবেন তাহলে ভালো থাকবে চুল।

ভিনেগার বিভিন্ন ধরণের হয়। সাম্প্রতিক কালে অ্যাপেল সাইডার ভিনেগার খুবই আদোরনীয় হয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষদের উৎসাহ যোগাচ্ছে।

হাল্কা ভিনেগারের মধ্যে রয়েছে আখ এবং চালের ভিনেগার। এই আখের ভিনেগার স্বাদে মিষ্টি হলেও এতে এর মধ্যে প্রচুর পুষ্টি এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে চমৎকার যত্নে রাখে। দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে নারকেল অতি প্রিয় এবং পুষ্টিকর খাদ্য। নারকেল ফুলের রস থেকে মেঘলা এবং সাদা চেহারার সি ওকোনাট ভিনেগার তৈরি হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি 12, অ্যামিনো অ্যাসিড খনিজ সমৃদ্ধ উপাদান পাওয়া যায়। বিবর্ণ ত্বককে উজ্জ্বল আভা দিতে এটি এসিভি ভিনেগার কে টেক্কা দেয়। চুলকে মনোমুগ্ধকর করে। ভিনেগারের অ্যাসেটিক অ্যাসিডে আম্লতা pH ব্যালেন্স ধরে রাখে।

সাবানের মধ্যে প্রচুর ক্ষার থাকে যেটা শরীরের প্রাকৃতিক চর্বি (বা লিপিড) নষ্ট করে দেয়। লিপিড অ্যাসিড ম্যান্টেলের একটি মূল উপাদান যা শরীর কে জীবানু থেকে রক্ষা করে। কাঁচা অ্যাপেল সাইডার ভিনেগার ও ব্যাবহার করা হয়। কিছু মানুষ সরাসরি ভিনেগার খায় বা স্যালাড ড্রেসিং হিসেবে ব্যাবহার করে। ACV ভিনেগার ক্যাপসুল হিসাবেও ব্যবহার করা হয়। কাঁচা আপেল সিডার ভিনেগারের মধ্যে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া।

৹ প্রোবায়োটিক (বন্ধুত্বপূর্ণ ব্যাকটেরিয়া) হলো প্রাকৃতিক ব্যাকটেরিয়া যা আপনার ইমিউন সিস্টেম এবং অন্ত্রের স্বাস্থ্যকে সহায়তা পারে।

৹ অ্যান্টিঅক্সিডেন্ট গুলি হলো অণু যা আপনার শরীরের কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে।

অ্যাপেল ভিনেগার যুগজয়ী এবং কালজয়ী। স্বাস্থ্য সমস্যা নিরাময়ে জীবাণুনাশক সংরক্ষণ কারী, ওজন কমানোর হাতিয়ার, রক্তের শর্করার নিয়ন্ত্রক। অ্যাপেল সাইডার ভিনেগার, অ্যাপেলের রস চিনি বা কার্বোহাইড্রেট ব্যাকটেরিয়া এবং ইস্ট মিশিয়ে গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়।

শীতকালে, এক চামচ লিকুইড গ্লিসারিনের মধ্যে দু চার ফোঁটা ভিনেগার মিশিয়ে হাতে পায়ের চেটো তে, ফাটা পায়ের গোড়ালিতে লাগালে খসখসে ভাব দূর হয়ে যায়। এটা মুখে এবং শরীরের ত্বকে লাগালে শুকনো ভাব চলে যায়।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com