ঢাকায় বসবাসরত নেপালী কমিউনিটির উদ্যোগে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মোঃ রফিকুল ইসলাম-এর নিকট নেপালী কমিউনিটির পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. বরদান জং রাণা, ঢাকাস্থ নেপাল দূতাবাসের পক্ষে ডেপুটি চীফ অব মিশন মিস ললিতা সিলওয়াল, বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির পক্ষে সাধারণ সম্পাদক সালাহউদ্দীন কুটু আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা চার লক্ষ এক হাজার সাতশত টাকার চেক হস্তান্তর করেন।
নেপালী কমিউনিটির এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন ঢাকাস্থ নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে চেক হস্তান্তরের সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির কোষাধ্যক্ষ কে এম জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ মশিউর রহমান, মাহমুদ খান বিজু, ফাহমিদা আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply