December 11, 2024, 11:36 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
চলমান রাজনৈতিক অবস্থার সংকট ও সম্ভবনা প্রসঙ্গে ….এম এ আলীম সরকার বেকার সালাউদ্দিনের নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে বহুতল ভবন দুদক এর হস্তক্ষেপ কামনা। ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি। -নির্যাতিত সাংবাদিক সালাম আক্তার। ভালুকায় গায়ের জোরে জমি দখলের অভিযোগ। ভারতের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি জাহাজ ও ৭৮ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। ময়মনসিংহ জেলা মালিক সমিতি ভালুকা উপজেলা শাখার কমিটি গঠন ভালুকায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কলেজ ছাত্রদলের মানববন্ধন গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে মানবাধিকারের কোন বিকল্প নেই। -লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা মানবন্ধনে বক্তারা : পৃথিবীতে মানবাধিকার যেন আজ কথার কথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিতে ঐক্যের বিকল্প নাই” খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা রেমিটেন্স যোদ্ধা রাসেল মাহমুদকে মুক্তি দিন : মানববন্ধনে গোলাম মোস্তফা ভালুকায় পুত্রবধুকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুর ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কৃষি ও কৃষক বাঁচাও আন্দোলনের মানববন্ধন প্রশাসনে ফ্যাসীবাদী দোষররা এখনো লুকিয়ে আছে মট্স এর শিক্ষার্থীরা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে …. রিফাত মাহবুব সাকিব বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত ……. ডা. জাহিদ হোসেন বেনাপোল চেকপোস্টও স্থলবন্দর পরিদর্শন আসলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করার দাবিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির বিক্ষোভ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মানবতার কাজ করেছেন ….. এম এ জলিল নভেম্বর মাসে ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১, আহত ৪৭৭৪ মৃত্যু ৪৫৫ : সেভ দ্য রোড ভারতের জনগণকে নয়, মোদি সরকারকে আমরা প্রত্যাখ্যান করলাম ……এনডিপি ভারতকে লাল কার্ড দেখালেন ভাসানী অনুসারী পরিষদের বাবলু আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ প্রান্তিক কৃষকদের ধান কেটে দিলেন কৃষক দল নেতা-কর্মীরা হেমন্তে নবান্ন ভালুকার মাদক সম্রাট রায়হান, আকিব ও ফাহিম গ্রেফতার। ১২ বছর হওয়ার পরেও আজও গুম হওয়া সুমনসহ অন্যরা ফিরে এলো না …… মঞ্জুর হোসেন ঈসা

নভেম্বর মাসে ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১, আহত ৪৭৭৪ মৃত্যু ৪৫৫ : সেভ দ্য রোড

নভেম্বর মাসে ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১, আহত ৪৭৭৪ মৃত্যু ৪৫৫ : সেভ দ্য রোড

ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১, আহত হয়েছেন ৪৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ৬ ডিসেম্বর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবেদন পাঠ ও সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য দিয়ে আরো বলেন, প্রতিবেদন-সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক-পথচারি ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা-সাবধানতার কারণে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত দূর্ঘটনা স্বাভাবিক থাকলেও নভেম্বর মাসে সারাদেশে ব্যাটারি চালিত যানবাহনের বিশৃঙ্খলতার কারণে দূর্ঘটনা বেড়েছে। ২০২৪ সালের ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শুধুমাত্র ব্যাটারি চালিত যানবাহনে ছোট-বড় দূর্ঘটনা ঘটেছে ১৮০৪ টি। এতে আহত হয়েছেন ২২৯১ এবং মৃত্যু বরণ করেছেন ১৭৩ জন। ৮৬৬ টি বাস দূর্ঘটনায় আহত হয়েছেন ৯৬৯ এবং নিহত হয়েছেন ১৮০ জন। ৬২৬ টি ট্রাক দূর্ঘটনায় আহত হয়েছেন ৭০৩ এবং নিহত হয়েছেন ৭৮ জন। উপস্থিত সাংবাদিকদেরকে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়, ৯৫৫ টি মোটর বাইক দূর্ঘটনায় ১০১১ জন আহত এবং ৮০ জন নিহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে জানানো হয়, ২০০৮ সালে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশের পর থেকে গত ১৬ বছর ধরে গবেষণা-সচেতনতা ও স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে কাজ করছে সংগঠনটি। প্রতি মাসের প্রতিবেদন, গবেষণা ও সচেতনতামূলক কাজে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়া বিশেষ ভূমিকা রাখছেন। গবেষণা সেল-এর তত্বাবধায়নে দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাসরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬৭ টি। আহত ৯৭ জন, নিহত হয়েছেন ৪ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৬৯ টি। আহত ১০২ নিহত হয়েছে ১৮ জন। আকাশপথে কোন দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীদের ১ টি বড় অংশ শারিরীক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৬ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবিকেই সুপারিশ হিসেবে উপস্থাপন করা হয়-

১. ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে এবং রাজধানী ঢাকায় সড়ক প্রশস্থকরণ কর্মসূচি হাতে নিয়ে ৭ ভাগের পরিবর্তে কমপেক্ষ ২১ ভাগ সড়ক বাস্তবায়ন করতে হবে।

২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে।

৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারিভাবে দিতে হবে।

৫. সড়ক- রেল ও নৌপথে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ গঠন ও বাস্তবায়ন করতে হবে।

৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে।

৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতুসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।  

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com