ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গায়ের জোরে টিনের ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নলুয়াকুড়ি এলাকার। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল ছালামের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক উপজেলার পাড়াগাঁও মৌজার ১৮.৫০ শতক জমির মালিক। তিনি ওই জমি একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলামের কাছে বিক্রির জন্যে দুই মাস মেয়াদে বায়না নামা করেন। পরবর্তীতে বায়নানামার নিধার্রিত মেয়াদ অতিবাহিত হলে এবং বারবার তাগিদা দেওয়ার পরও ত্রেতা শহিদুল ইসলাম জমির অবশিষ্ট টাকা পরিশোধ করেননি। এদিকে, গত শনিবার (০৭ ডিসেম্বর) সকালে শহিদুল ইসলাম লোকজন নিয়ে জোরপূর্বক ঘর তুলে আবু বক্কর সিদ্দিকের জমি দখল করে নেয়। ওই ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে শহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।
আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম গায়ের জোরে ঘর তুলে আমার জমি দখল করে নিয়েছে। আমি এর প্রতিকার দাবি করছি।
ঘর তুলার কথা স্বীকার করে শহিদুল ইসলাম জানান, পাঁচ লাখ টাকায় আবু বক্কর সিদ্দিকের ০৮ দশমিক ৫০শতক জমি কেনার জন্যে ইতোমধ্যে চার লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট চাকা জমি রেজিস্ট্রির দিন পরিশোধ করা হবে। ওই জমিতে বনের দাবি আছে বলেও তিনি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply