ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় এ্যাডাম ষ্টাইল লিমিটেড কারখানায় গত অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ করে শ্রমিকরা।
বুধবার সন্ধ্যা রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ওই বিক্ষোভ করে তারা। শ্রমিকদের দাবী কারখানা কর্তৃপক্ষ গেলো অক্টোবর ও নভেম্বর বেতন না দেওয়ায় তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পারেন চরম ভোগান্তিতে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন শিল্প পুলিশ, মডেল থানার পুলিশ ও হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শক্তি প্রয়োগ করলে অবরোধ তুলে নিতে বাধ্য হয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি,পরে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় শ্রমিকদের। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply