প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জয়নুল আবেদিন বলেন, বাঙালিকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক তারা তাদের মাথা উঁচু করে যথা সময়ে দাড়িয়ে যায়। তার উদাহারন ১৯৬৯, ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে, ৯০’র স্বৈরাচার আন্দোলন, সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যূত্থান। আমরা ইতিহাসকে যদি আমাদের সন্তানের সামনে সঠিকভাবে তুলে না ধরি একসময় নিজেরাই আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবো। তিনি বলেন, ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যে স্বাধীনতার বীজ রোপন করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি। আ স ম আবদুর রবকে তার যথাযথ মর্যাদা দিতে হবে এবং ২ মার্চ জাতীয় পতাকা দিবস ঘোষণা দিতে হবে রাষ্ট্রকেই।
সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, অনেক কমিশন গঠন করেছেন, বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য ইতিহাস কমিশন গঠন করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যে ইতিহাস দৃষ্টি হয়েছিল, ফ্যাসিবাদ সরকার সেই ইতিহাস মুছে ফেলেছে। আমাদের উচিত নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আমরা ইতিহাস মুছে ফেলতে চাই, কিন্তু ইতিহাস তার নিজস্ব গতিতেই চলে। এখনও জাতীয় বীর আ স ম আবদুর রব বেঁচে আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন্ত কিংবদন্তী আ স ম রবকে উপস্থিত রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে উপস্থিত রেখে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ইতিহাসের সোনালী অতীতকে জাতির সামনে নতুন করে তুলে ধরতে হবে।
সংগনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, আগামী ২ মার্চ জাতীয় বীর আ স ম আবদুর রবকে হৃদয়ে পতাকা ২ মার্চ এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া অচিরেই ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস পালন করার জন্য মুক্তিযোদ্ধা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ এর ১ যুগ পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লেখক ও কবি শাহানা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, মওলানা ভাসানীর পুত্রবধু পারভীন নাসির ভাসানী, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাংবাদিক কাজী ফারুক, রাজনীতিবিদ আক্তার হোসেন, শিক্ষাবিদ প্রিন্সিপাল রফিকা আফরোজ, হৃদয়ে পতাকা ২ মার্চ’র প্রধান উপদেষ্টা এস এম সামসুল আলম নিক্সন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিয়া, আরিফুর রহমান হাসনাইন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এস এম মম। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত, এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে হৃদয়ে পতাকা ২ মার্চ এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply