ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বেড়েছে গরু চোর চক্রের উৎপাত। প্রতি রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে গরু। গরু চুরির আতঙ্কে দিন-রাত পার করছেন কৃষকেরা।
রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের মোঃ আবুল কাশেমের বাড়ি থেকে ৪টি গরু নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে গেইটের তালা কেটে বসতবাড়ির পূর্ব পাশে গোয়ালঘর থাকা ৪টি গরু নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তিরা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
সোমবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply