নিজস্ব প্রতিবেদকঃ ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মিছিলে গুলি চালিয়েছে এক পিস্তলধারী। বৃহস্পতিবার দুপুরে পুলিশের সামনেই গুলির এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।
সিএএ বিরোধী মিছিলটি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাবার সময় এক পিস্তলধারী মিছিলের সামনে এসে দাঁড়ায়। তখন আন্দোলনকারীদের সঙ্গে তাকে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। আন্দোলনকারীদের উদ্দেশ্যে পিস্তল উঁচিয়ে ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, ‘ইয়ে লো আজাদি’ (এই নাও স্বাধীনতা)। এক পর্যায়ে সে গুলি চালায়। মিছিল থেকে একটু দূরে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তাদের কেউই পিস্তলধারীকে নিবৃত করতে এগিয়ে আসেননি।
গুলির ঘটনায় একজন আহত হন। এসময় আতঙ্কিত মানুষ এদিক সেদিক ছুটতে থাকে। বন্দুকধারীর গুলিতে একজন আহত হয়। হাতে গুলিবিদ্ধ ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply