বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিবন্ধিত সকল চিকিৎসকদের প্রোফাইল আপডেট সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার ৫জানুয়ারি বিএমডিসি ‘র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সকল নিবন্ধিত মেডিকেল ডেন্টাল চিকিৎসকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা উদ্যোগ করা হয়েছে। সকল মেডিকেল/ডেন্টাল চিকিৎসকদের প্রোফাইল আপডেট করার জন্য কাউন্সিলের ওয়েবসাইটে আপডেট ডক্টর প্রোফাইল নামে একটি লিংক দেয়া হয়েছে। উক্ত লিংকে সকলের মোবাইল নম্বর, ইমেইল, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এবং এনআইডি নম্বর লিখে প্রোফাইল আপডেট করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রোফাইল আপডেট করার মাধ্যমে কাউন্সিলের সকল তথ্য আদান প্রদান করা সহজ হবে। এমতাবস্থায় যথাশীঘ্র ডক্টর প্রোফাইল আপডেট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply