বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় অর্থ আত্মসাতের অভিযোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ মার্চ) এম এ খালেককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়। কিন্তু তিনি উপস্থিত হননি। এরপর বিকেলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি দেওয়া হয়।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠিতে খালেকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় এম এ খালেকের বাসভবনের ঠিকানায় নোটিশ পাঠিয়ে ৪ মার্চ তাকে দুদকে হাজির হতে বলা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply