নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে কেউ যদি হজে যেতে না পারেন তাহলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। রবিবার সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন টাকা জমা দিয়ে কেউ যদি করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারেন তাহলে তাদের টাকা মার যাবে না। এবার যেতে না পারলে আগামীবার যেতে পারবেন। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে। তারা সব রকমের সহযোগিতা দেবে।
প্রতিমন্ত্রী বলেছেন এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি হজ প্যাকেজ ঘোষিত হয়েছে। প্যাকেজ-১ এ খরচ সর্বমোট চার লাখ ২৫ হাজার, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার ও প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা।
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মত এ বছরই প্যাকেজ-৩ চালু করা হয়েছে। বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্যও তিন লাখ ৫৮ হাজার টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। ২৩ জুন শুরু হবে হজ ফ্লাইট। আর ১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে নিবন্ধন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply