নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি কর্পোরশেন (চসিক) নির্বাচনে মেয়রপ্রাথী থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন তিনি। কেন্দ্রের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের এ সভাপতি।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সোলায়মান আলম শেঠ বলেছেন জনগণের মাঝে জাতীয় পার্টির বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সম্মতিক্রমে এবং আমার ব্যক্তিগত অসুবিধার কারণে মেয়র পদে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি।
এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আশা করি, সবাই ব্যাপারটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তিনি বলেছেন প্রার্থিতা প্রত্যাহারের কোনো চাপ নেই। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি, তারা বলেছেন– নির্বাচন না করার জন্য।
মেয়র পদ থেকে সরে এলেও ৩৬ ও ৯ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির সমর্থিত দু্ই কাউন্সিলর প্রার্থী আছেন জানিয়ে সোলায়মান আলম শেঠ বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply