নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় চাঞ্চল্যকর স্কুলশিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেছেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজী মুরাদ হোসেন, কাজী রওনাকুল ইসলাম রনো, কাজী মো. ফরহাদ হোসেন, জাকির হোসেন ও মো. সাইফুল ইসলাম। এর মধ্যে জাকির হোসেন পলাতক রয়েছেন। তবে, মামলার অপর দুই আসামি কাজী সাব্বির হোসেন ফাহিম ও কাজী মাসুমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
তয়ন নগরীর খালিশপুর থানার মুজগুন্নী মেইন রোডের কাজী ফেরদৌস হোসেন তোতার ছেলে। তিনি নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার আফজালের মোড়স্থ আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, কাজী তাসফিন হোসেন তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেলে নিখোঁজ হয়। ওই ঘটনায় তার পিতা কাজী ফেরদৌস হোসেন তোতা ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর খালিশপুর থানার পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে সন্দেহ জনক আসামি সাইফুল ইসলাম গাজীকে গ্রেফতার করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেন সে ও তার সহযোগিরা ২৮ আগস্ট রাতে তয়নকে হত্যা করে লাশ নগরীর বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের মোস্তফা কামালের ডোবায় জমির উত্তর পাশের কচুরিপানা ও হোগলা বনের মধ্যে চাপা দিয়ে রেখেছে। সাইফুলের দেখানো মতে ওই ডোবা থেকে তয়নের লাশ উদ্ধার করেন পুলিশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply