নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছরে গত বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত বছর এই সময়ে এই সংখ্যা ছিল ৭৩ জন। অর্থাৎ গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এবছর রোগীর সংখ্যা ৩ দশমিক ৬ গুন বেশি।
স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন। গত ২৪ ঘন্টায় নতুন কোন রোগী ভর্তি হয় নাই। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর তথ্য মতে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কোন রোগীর মৃত্যু ঘটেনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply